রংপুরের মিঠাপুকুর উপজেলা র্যাবের অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।
র্যাব জানায়, র্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার র্যাব-১৩ এর একটি আভিযানিক দল মিঠাপুকুরের শঠীবাড়ি মেঘনা ব্যাংকের সামনে চেকপোষ্ট স্থাপন করে এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার শুভপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে খোকন (৩০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বাগদুয়া রসুলপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাজমুল ইসলাম (৩২), গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ