ভারত সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা জেলেপাড়ায় ধান খেত থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বিজিবি সদস্যরা শুক্রবার দুপুর ১২টার দিকে এ অস্ত্র-গুলি উদ্ধার করেন। এ ঘটনায় কেউ আটক হননি। অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা করে মামলা দেওয়া হয়েছে। উদ্ধার পিস্তলটি দেশে তৈরি হলেও গুলির গায়ে ইংরেজিতে কেএফ লেখা।
যশোর বিজিবি-৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এগুলো রাইফেলের গুলি। সাধারণত ভারতীয় গুলির গায়ে কেএফ (খাদকি ফ্যাক্টরি) লেখা থাকে। এ গুলি ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা ব্যবহার করেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীতে এ রাইফেলের গুলি ১৯৪০ থেকে ১৯৭০ সালের মধ্যকার সময়ে ব্যবহার হতো।