আড়াইহাজারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং ফ্রান্সের এজেন্সি ডেভেলপমেন্ট (এএফডি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন মেনিলা এবং ইন্ডিয়া থেকে আসা ছয়জন প্রতিনিধি। গতকাল দিনব্যাপী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে আড়াইহাজার পৌর কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাজ্জাত হোসেন।
বক্তারা আড়াইহাজার পৌরসভায় একটি খেলার মাঠ, একটি বাসস্ট্যান্ড ও আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের আহ্বান জানান বিদেশি প্রতিনিধিদের কাছে। সেই সঙ্গে আড়াইহাজাকে ডিজিটাল পৌরসভা করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করারও প্রস্তাব রাখেন। বিদেশি প্রতিনিধিরা তাদের অর্থায়নে চলমান ৫৫ কোটি টাকার কাজ সরেজমিন পরির্শন করেন এবং দরিদ্র এলাকায় অধিক বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
পরে পৌরসভার গাজীপুরা লিনিখ বসতি পরিদর্শন এবং বিশেষ উঠান বৈঠক করেন।