টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা। স্থানীয় রসুলপুর বাছিরন নেছা উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার শুরু হওয়া মেলা চলবে রবিবার (আজ) পর্যন্ত। মেলা ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। দেড় শ বছরের পুরোনো এই মেলার প্রধান আকর্ষণ মেয়েজামাই। ৩০ গ্রামের জামাইদের শ্বশুরবাড়িতে দাওয়াত দিয়ে আনা হয়।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ প্রতি বছর ১১, ১২ ও ১৩ বৈশাখ (পঞ্জিকা অনুসারে) হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি আসেন। তারা সবাই মেলায় জমায়েত হন। এলাকার মানুষের কাছে ঈদ বা পূজা-পার্বণের মতোই গুরুত্বপূর্ণ এই মেলা। বৈশাখী মেলা হিসেবে ব্রিটিশ আমলে শুরু হলেও এখন ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। মেলার দিন শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা দেন। সেই টাকা দিয়ে জামাই মেলায় গিয়ে বাজার করে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান। তিন দিনে রসুলপুরসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে মেলায়।
গতকাল সরেজমিন দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, মুড়ি-মুড়কি, চিনির সাজ, বিভিন্ন ধরনের খাবারের দোকানসহ ছোট-বড় দেড় শতাধিক দোকান বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। রসগোল্লা, চমচম, জিলাপিসহ মিষ্টিজাতীয় পণ্যের দোকানও আছে। এ ছাড়া মেলায় বসেছে একাধিক ফার্নিচারের দোকান। বড়দের পাশাপাশি ছোটরাও মেলা উপভোগ করছেন। মেলা কমিটির আহ্বায়ক ও গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্যও মোতায়েন রয়েছেন।