সিদ্ধিরগঞ্জে আবদুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে গতকাল লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম। আবদুর রহিম মিজমিজি আবদুল আলী পুল এলাকার আ. সালামের ছেলে।
নিহতের বড় ভাই আ. রব জানান, বৃহস্পতিবার আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে রহিম বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সকালে জানতে পারি মাঠে তার লাশ পড়ে আছে। আমাদের ধারণা ভাইকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। নিহতের স্ত্রী জানান, স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাতেন। ওসি জানান, লাশের পায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।