বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দিতে ঝিনাইদহের কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে লাঠিখেলা। গতকাল সকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, খেলায় দূরদূরান্ত থেকে আগত লাঠিয়াল দল অংশ নেয়। খেলা দেখতে মাঠে জড়ো হন সহস্রাধিক দর্শক। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে আর পাল্টা আক্রমণে মেতে ওঠেন লাঠিয়ালরাও। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংগীতের তালে তালে প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি-কৌশল, যা উপভোগ করেন স্থানীয় লোকজন। এদিকে রাজবাড়ী ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ। পয়লা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। গতকাল বিকালে জেলার ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে মাঠে খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন মাঠে। খেলায় রাজবাড়ী প্রেস ক্লাব টিম এবং বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী ও রেহেনা ফাউন্ডেশন টিমের খেলোয়াড়রা অংশ নেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের লক্ষ্য ছিল রাজবাড়ীতে গ্রামীণ ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরা। এবারের সব আয়োজনে দর্শকদের সাড়া দেখে আমরা অভিভূত হয়েছি।