পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার আয়নুল হক মাতব্বর (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত আয়নুল বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।