পয়লা বৈশাখ উদ্যাপনের অনুষ্ঠানে বিরামপুরে ইউএনও এবং ওসিসহ ঊর্ধ্বতন সরকারি ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা পরিষদের তিন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। সোমবার সকালে বিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিরামপুর উপজেলা পরিষদের অফিস সহকারী এমদাদুল হক, আবু হোসেন এবং নাইট গার্ড মমিনুল ইসলাম ওরফে রনি।
বিরামপুর ইউএনও নুজহাত তাসনিম আওন জানান, পয়লা বৈশাখের নববর্ষের বরণ অনুষ্ঠানে সবার সামনে এ ধরনের ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ওসি মমতাজুল হক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।