লবণাক্ত পানি পানে উপকূলের ১৯ জেলার নারীদের জরায়ু সংক্রমণ বেড়েছে। উপকূলের ৭৩ শতাংশ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। দেশের উপকূলের এসব জেলার ৩ কোটি মানুষ আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারে না। দেড় কোটি মানুষ ভূগর্ভস্থ লবণাক্ত পানি পানে বাধ্য হচ্ছেন। উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে জরুরি ভিত্তিতে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে হবে। বিশ^ পানি দিবস উপলক্ষে গতকাল সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে খালি কলস হাতে নিয়ে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপকূলীয় নরীদের অংশগ্রহণে এ মিছিল ও সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকপার। বাগেরহাটের মোংলায় বিশ^ পানি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা নূর আলম শেখ। বক্তৃতা করেন ধরার কমলা সরকার, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশের হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার চন্দ্রিকা ম ল, রত্না শেখ, তন্বী ম ল প্রমুখ।