ঝালকাঠি শহরের ডাক্তারপট্টিতে ইফতারের সময় ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই এলাকার লোকজন আঁচ করতে পেরে ডাকাতদলকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রঙের পিকআপ ভ্যান ডাক্তারপট্টিতে থামিয়ে রাখে। ১০ মিনিট পর বাজারে প্রবেশের রাস্তায় একটি জুয়েলারি দোকানের সাঁটারের তালা কাটার চেষ্টা করে। ওই এলাকার লোকজন ডাকাত সন্দেহ করে ঘিরে আটকানোর চেষ্টা করে।ডাকাতদল অবস্থা বেগতিক দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। একদল স্থানীয় যুবক তিনতলা ভবনের ছাদে উঠে ডাকাতদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। উপায় না পেয়ে ডাকাতদল আরও কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বেপরোয়া গতিতে নীল রঙের পিকআপে বরিশালের দিকে চলে যায়। সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে শনাক্তকরণের চেষ্টা করছি।