নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের ড্রিংক অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে অভিষেক উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন তানভীর হোসেন। নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট এম এস এ মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন হোসেন, মেহেদী হাসান সজীব, সাবিত আল হাসান, রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ প্রমুখ।