বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীর উপজেলার চকবাড়িয় গ্রামের তাছের আলী সরদারের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, চাঁপাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।