বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট নিহত হন তানজিল মাহমুদ সুজয় (১৯)। ছয় মাসেরও বেশি সময় পর কবর থেকে তার লাশ তুলতে গিয়ে পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে গতকাল এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বৃহস্পতিবার লাশ তোলার কার্যক্রম শুরু হয়েছিল। পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে তা স্থগিত হয়ে যায়। সুজয়ের বাবা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তারা। পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি।
লাশের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে ছেলের মৃত্যুর বিচার দাবি করেন শফিকুল।
ঢাকা জেলার সিআইডি পরিদর্শক মাসুম জানান আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছার নেতৃত্বে লাশ উত্তোলনের জন্য যান। আবু মুছা বলেন, সুজয়ের বাবা ও আত্মীয়-স্বজনের লিখিত এবং মৌখিক বক্তব্যকে সম্মান জানিয়ে লাশ না তুলেই ফিরে যাচ্ছি।