সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর ছেলে মালুছ গারো ও করল গারো।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে গতকাল সকালে দোয়ারাবাজার উপজেলার মৌলাপাড় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।