টাঙ্গাইলে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ সংস্কৃতি ও পিঠা উৎসব। জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ উৎসবে ৪২টি স্টলে ভাপা, দুধের পিঠা, নকশি, চিতই, পাঠিসাপটা, হাতে ভাজা মুড়ি, জামাইবরণ পিঠা, ডাল ও তালেরসহ বাহারি পিঠা স্থান পেয়েছে। রয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা, মেয়েদের হাডুডু খেলা ও বায়োস্কোপ প্রদর্শনী। এমন আয়োজন উপভোগ করছেন নারী-শিশুসহ নানা বয়সের মানুষ। টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরামের আয়োজনে উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। আয়োজকরা জানান, ১৫-১৭ জানুয়ারি লোকজ সংস্কৃতি ও পিঠা উৎসব চলছে। এখানে থাকবে লাঠি খেলা, হাডুডু খেলা, সং যাত্রা, যাদু প্রদর্শন, যাত্রাপালা, পুথিপাঠ, লোকজ গান, গোল্লাছুট, ওপেন টু বাইস্কোপ, বাইস্কোপ, কুতকুত খেলাসহ, হামদ, নাতে রসুল, কীর্তন ও শ্যামা সংগীত। উৎসবের মূল আকর্ষণ মেলায় ঢেকিতে প্রকাশ্যে চিড়াকোটা। পিঠা কীভাবে তৈরি হয়, দর্শক ও শিশুদের দেখানো হচ্ছে।
উৎসব কমিটির আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু জানান, শিশুরা খেলাধুলা থেকে এখন অনেকটাই বিচ্ছিন্ন। সেই অনুভব থেকে আমরা এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য।