নীলফামারী জেলা কারাগারের হাজতি মমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল ভোরে হাসপাতালের প্রিজন সেলে তাঁর মৃত্যু হয়। তিনি জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ী রাঙামাটি এলাকার মতিয়ার রহমানের ছেলে।
কারাগারসূত্র জানান, অসুস্থতার কারণে ৭ জানুয়ারি নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মমিনুরকে। সেখান থেকে পরদিন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। নীলফামারী কারা সুপার রফিকুল ইসলাম জানান, অ্যাজমা রোগে ভুগছিলেন মমিনুর। কারা হাসপাতালে চিকিৎসা ছাড়াও উন্নত চিকিৎসার জন্য নীলফামারী থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছরের ১২ ডিসেম্বর তিনি কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।