নাটোরের সিংড়া উপজেলায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে গতকাল তাদের আটকের পর সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন। সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।