নাটোরে তুহিন হাসান নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটপাড়ায় এ ঘটনা ঘটে।
তুহিনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তুহিন সদর উপজেলার ভাটপাড়ার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তুহিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি এবং হাসপাতালে জেলা ছাত্রদলের নেতাদের পাঠানো হয়েছে। সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে এমনটি হয়ে থাকতে পারে। ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।