গাজীপুরে টঙ্গীতে মহাসড়কের পাশ থেকে অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধার লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। তিনি টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে। লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী শালিকচূড়া এলাকায় ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তারা নিথরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।