সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর পাঁচানী এলাকার মোস্তফার মেয়ে নিলুফার সঙ্গে একই ইউনিয়নের চরগোয়ালদীর সমর-আলীর ছেলে শাহ জালালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার যৌতুক দাবি করে আসছিল। এর জেরে বেলা ১১টার দিকে স্বামী ও পরিবারের সদস্যরা নিলুফাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।