পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ কম। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। বিভাগটিতে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুই-ই কমেছে। ২০০৫ সালের পর এটি সিলেটের সর্বনিম্ন পাসের হার। অর্থাৎ গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এ বছর। পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৭৯২ ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৯ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ১৪৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৪৯৭, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। বাণিজ্য বিভাগে ৯ হাজার ২৭২ জনের মধ্যে পাস করেছে ৪ হাজার ৫৮২, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০ জন। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করেছে ৪টি প্রতিষ্ঠান।