শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে অন্তর্র্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ ও সুবিশাল কর্মযজ্ঞ। তবে এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, একনিষ্ঠ সাধনা আর নিরবচ্ছিন্ন সময়। রাতারাতি এই মহৎ কার্য সম্পাদন করা সম্ভব নয়, শুরু করাকে আমরা স্বাগত জানাই।
তবে দুঃখের সঙ্গে বলতে হয় ১১টি বিষয়ের ওপর ১১টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু শিক্ষার জন্য কোনো কমিশন গঠিত হয়নি। অথচ যে কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।