বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অচলাবস্থা নিরসনসহ উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করেছে বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃপক্ষ। গত রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অব ট্রাস্টিজ সম্প্রতি ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। সদস্য সচিব ড. মোহাম্মদ তারিক হাসান ও সদস্য হিসেবে রয়েছেন ড. সাদিদ মুনীর।