জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমানে এ দেশের গবেষণা কার্যক্রম গুণগত মানসম্মত নয়, গবেষণা হতে হবে ফলপ্রসূ ও বিশ্বমানের। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত নতুন গবেষকদের ক্লাস শুরু সংক্রান্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গবেষকরা তাদের গবেষণা বিষয়ে উত্তরোত্তর অবদান রাখবেন। শুধু ডিগ্রির জন্য গবেষণা করে লাভ নেই। গুণগতমান নিশ্চিত করে গবেষণা করতে হবে। গবেষণার মানন্নোয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এমফিল লিডিং টু পিএইচডি কার্যক্রম চালু করেছে। এর অংশ হিসেবে দেশবরেণ্য গবেষক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের গবেষণা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমফিল লিডিং টু পিএইচডি গবেষণার প্রয়োজনে যে কোনো ধরনের একাডেমিক সহায়তা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান।