এক মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় দেওয়ার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় কার্যকর করার দাবিও জানান তারা। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান বলেন, বিপ্লব-পরবর্তী আট মাস পার হওয়ার পরও এ হত্যা মামলার রায় কার্যকরের কোনো পদক্ষেপ দেখতে পারিনি।
আশা করছি মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্সের চলমান শুনানি আগামী সপ্তাহেই শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখবেন। তিনি জানান, সিনহা হত্যার বিচার প্রক্রিয়ায় বিলম্বের কারণে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করি আমরা। আগামী চার মাসের মধ্যে এটা শেষ করে ফেলবে বলে জানান তারা। আমরা চাই কার্যক্রমটা অতি দ্রুত শেষ হোক। যদি সম্ভব হয় সেটা ১৫ দিনের মধ্যে শেষ হোক। আশা করছি সেখানেও রায়টা বহাল রাখবেন এবং রায় দেওয়ার সাত দিনের মধ্যে কার্যকর করতে হবে।
এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, প্রায় ১৮ মাসব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ ধরনের কর্মকর্তাদের সঙ্গে পলাতক ফ্যাসিস্টদের দোসর ইয়াবা ব্যবসায়ী বদিদের মতো অপরাধী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির দীর্ঘদিনের সংশ্লিষ্টতা ছিল, যা বিচার কার্যক্রমকে বিলম্বিত ও বাধাগ্রস্ত করেছে। তাই আমরা জুডিশিয়ারি, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই- রায় কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি, প্রলোভন বা রাজনৈতিক চাপ যেন আপনাদের প্রভাবিত করতে না পারে।