ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ব্যানারে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। গত রাতে সংবাদ সম্মেলন করে সাময়িক স্থগিতের কথা জানানো হয়। তবে ছয় দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হলে বা এ প্রক্রিয়ায় গড়িমসি করা হলে ফের বিক্ষোভ ও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে তারা। কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের আন্দোলন করে আসছে। এ আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সম্প্রতি একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।