কমোডর মো. শফিউল বারীকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে বর্তমান মহাপরিচালক কমে ডার মোহাম্মদ মাকসুদ আলমকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।