মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ‘ভাসানচর’ দ্বীপকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার যাবতীয় কার্যক্রম স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর এ নোটিস পাঠানো হয়। ‘নিরাপদ নোয়াখালী চাই’ নামে একটি সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী এ নোটিস পাঠান। তাতে বলা হয়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি ভাসানচর থানা গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এতে হাতিয়ার পাঁচটি চর ঈশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা তথা ভাসানচর, শালিকচর, চরবাতায়ন, চরমোহনা, চরকাজলা ও কেওডারচরকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সম্প্রতি একটি গ্রুপ ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
এ কার্যক্রম না থামালে নোটিসদাতা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে (রিট) আবেদন করতে বাধ্য হবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।