রাজধানীর মিরপুরের পল্লবী আবাসিক এলাকায় এক অন্যরকম আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) মিলিত হলেন শত শত এলাকাবাসী। ‘পল্লবী পারিবারিক ইফতার মাহফিল’ নামক এক ব্যতিক্রমী আয়োজনে পল্লবীর স্থায়ী ও অস্থায়ী বাসিন্দারা একসঙ্গে ইফতার করলেন।
ছোট, বড় সকল বয়সীদের উপস্থিতিতে সরব হয়ে উঠে পল্লবী এম আই মডেল হাইস্কুলের মাঠের প্রাঙ্গন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী এই ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
হাবিব উন নবী খান সোহেল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি রাজপথে, ঢাকা মহানগরে, সারাদেশসহ গণমাধ্যমেও সক্রিয় আছে। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসেছি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। তাই তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত পল্লবীর স্থায়ী বাসিন্দা সাকিব ইয়াছির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি দুই দশকের উপর এই এলাকার বাসিন্দা। এখানে আমরা এলাকাবাসী বিপদে আপদে সবাই একে অপরের পাশে থাকি। এই ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে পল্লবীবাসী আরও বেশি একে অপরের কাছে আসতে পেরেছে।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে বলে আশা করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ/সি আর