আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে লাগা আগুন। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শুক্রবার বেলা ২টা ১৪ মিনিটের দিকে এ আগুনের ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর (অপারেশনস) লে. কর্নেল তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর হাজারীবাগ বাজারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক