চট্টগ্রামের বোয়ালখালীতে সদ্য যোগ দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, সিনিয়র সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দীন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহিনুর কিবরিয়া মাসুদ, সহ-সভাপতি রাজু দে, সহ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, নির্বাহী সদস্য এম এ মন্নান, সাংবাদিক রবিউল হোসাইন, সাজু চৌধুরী, শাহী এমরান কাদেরী, মো. আবু নাঈম, হোসাইন মাহমুদ ও শাহাদাত হোসেন জুনায়েদী।
ইউএনও রহমত উল্লাহ বলেন, উপজেলার সকল কাজে আমি গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ আছে। আমি আশা করব, আপনারা সাধারণ মানুষ এবং উপজেলার সামগ্রিক উন্নয়নে এ সুযোগ কাজে লাগবেন।
বিডি প্রতিদিন/এএম