চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা মূলত স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে চাচ্ছেন।
সোমবার নগরীর ৩৯ নম্বর হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এরশাদ উল্লাহ বলেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন। জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেওয়া যাবে না। জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাদ বারেক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী।
কর্মশালায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কৌশল, সংগঠনকে শক্তিশালী করা ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই