চট্টগ্রামের পটিয়া থানার অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির (৪৪) প্রকাশ নুর ডাকাতকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেফতার করা করেছে র্যাব। আজ তাকে গ্রেফতার করা হয়। নুরুল কবির পটিয়ার উপজেলার জঙ্গলখাইন এলাকার মৃত আনা মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, পটিয়া থানার অস্ত্র আইনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল কবির কর্ণফুলী থানার সৈন্যেরটেক এলাকায় অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে তাকের গ্রেফতার করা হয়। তিনি বলেন, নুরুল আলমকে জিজ্ঞাসাবাদে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ