হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়চর গ্রামের যুব সমাজের আয়োজনে ৫০ ঊর্ধ্ব মুরুব্বিয়ানদের নিয়ে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় স্থানীয় রেল সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে গ্রামের মুরুব্বিয়ান সবুজ দল ও নীল দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। খেলায় ট্রাইব্রেকার ২-১ গোলে সবুজ দল বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন সাদেকুল ইসলাম খোকন। পরে গ্রাম পঞ্চায়েত সর্দার মো. আতর আলীর সভাপতিত্বে ও আবজলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলসহ গ্রামের অন্যান্য মুরুব্বিয়ানদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়া গ্রামের সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় ঐকতান সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পাশাপাশি গ্রামের কৃতি শিক্ষার্থী আবু বকর নাঈমকেও সম্মাননা প্রদান করেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন, তরিক উল্লাহ সর্দার, সাবেক সর্দার শেখ কেতু মিয়া, বয়োজ্যেষ্ঠ আব্দুল হামিদসহ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আব্দুল আজিজ ও ঐকতান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইফুল ইসলাম টুটুল। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন আল আমিন, মো. মোতালিব, আলম চৌধুরী, জাহাঙ্গীর, নুর ইসলাম, কাউছার আহমেদ নোমানসহ গ্রামের অনেক প্রবাসী।
ফুটবল টুর্নামেন্টের এই ব্যতিক্রমী আয়োজনে যুব সমাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন মুরুব্বিয়ানরা। সামাজিক ঐক্যবদ্ধতা ও একে-অপরের মেলবন্ধন শক্তিশালী করতে প্রতি বছর এ ধরণের আয়োজন করা হবে বলে জানান যুব সমাজের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ