শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি’ (এফইটি) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন তারা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি চাকুরির সার্কুলারগুলো ‘ফুড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ের ওপর আসে। কিন্তু আমাদের বিভাগের নাম ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি’ হওয়ার কারণে এই ধরণের সার্কুলারের আওতায় পড়ে না। যার ফলে বিভাগের শিক্ষার্থীরা চাকুরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হয়ে থাকেন। এ ছাড়া উচ্চ শিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রেও নামের কারণে ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ