ছাত্রাবাসে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃতদের উদ্ধার করা হয়েছে। তবে ততক্ষণাৎ তার মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি তুহিন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
ফাঁস নেয়া শিক্ষার্থীর নাম সিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বরগুনা জেলার আব্দুল মান্নানের ছেলে।
বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে ছাত্রবাসের কক্ষে একাই ছিলেন সিফাত। বিকেলের দিকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা বাধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বেশিকিছু যাবৎ সিফাত মানসিক চাপে ছিলেন।
ফিশারীজ অনুষদের সভাপতি অধ্যাপক এবিএম মহসীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে অনেকে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদের মর্গে নিচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক