মালয়শিয়ান এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।
আদেশনামায় উল্লেখ করা হয়, বিগত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তাঁহাকে বাকৃবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ করা হইল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন