বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন চবি শিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এ প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
উৎসবে আসা মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহফুজ ফারিয়া বলেন, ক্যাম্পাসে আছি চার বছরের মতো। আগে কখনো এমন ক্রিয়েটিভ আয়োজন চোখে পড়েনি।
চবি শিবিরের প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, এতদিন পর্যন্ত ছাত্রশিবিরকে নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য যেসব কাজ করি তা সামনে আনতে দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা যে আয়োজন করছি তাতে শিক্ষার্থীরা বুঝতে পারছে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে। এ উৎসবে ছাত্রশিবির যেসব প্রকাশনী সামগ্রী বের করে যেমন- ডায়েরি, ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য বিভিন্ন বই রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ ৯ বছর পর আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি। সকাল ৯টা থেকে উৎসব শুরু হলেও এর আগে থেকেই প্রকাশনা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ আমাদের আবেগাপ্লুত করেছে। আমরা বিশ্বাস করি, আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সুন্দর দিক দেখতে পারবে।
বিডি প্রতিদিন/হিমেল