মাহে রমজানের শুরুতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রোজার সময়সূচিসহ বছরের ক্যালেন্ডার ছাপিয়ে বিতরণ করা হয়েছে। গত শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসা ছাড়াও সাধারণ মানুষ ক্যারেন্ডার পেয়ে খুবই খুশি হয়েছেন। মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকরা জানান, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্যালেন্ডার তাঁদের খুবই কাজে আসবে। এই ক্যালেন্ডারে একদিকে যেমন পুরো ৩০ রোজার সময় ছাড়াও ইফতার ও সেহরিরর সময় রয়েছে তেমনি রয়েছে পুরো একটি বছরের দিন তারিখ। সেই সাথে রয়েছে সরকার ঘোষিত বন্ধ ছাড়াও বিশেষ বন্ধের দিন।
ক্যালেন্ডার বিতরণে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের সভাপতি আহসানুল হক দিদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তুফা আমীর ফয়সাল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ সহ অনেকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ