পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার। এসময় তিনি ধর্ষণ প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি নারীদের নিরাপত্তার নিশ্চয়তা এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ফারিয়া মুন, ফাহিমা প্রমুখ।
বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানায়। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে পটুয়াখালী পৌরসভা মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে শেষ হয়।
বিডি প্রতিদিন/মুসা