পটুয়াখালী সরকারি মহিলা কলেজে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ্। শিক্ষার্থীদের তিনি বলেন, আমিও বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ১০০ বই দিবো। তোমরা সবাই পাঠাগারে আসবে, বই পড়বে ও জ্ঞান অর্জন করবে। যখন তোমরা কর্মজীবনে প্রবেশ করবে, দেখবে বই থেকে অর্জন করা জ্ঞান ভালো ভূমিকা রেখেছে, ভালো জায়গায় পৌঁছে দিবে।
বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, তবে শিক্ষার জন্য বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের মতো ভূমিকা কেউ রাখে নাই। স্কুল প্রতিষ্ঠা করেছে, অসহায় শিক্ষার্থীদের জন্য সহায়তা দিচ্ছে, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।
তাছাড়া বিনা মূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়ে অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রধান মো. নাজমুল করিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. হাসান মিয়া, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান সগির, বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান, ডেইলি সানের জেলা প্রতিনিধি আবদুল কাইউম, পটুয়াখালী বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আবু আফফান, কর্ম পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সিয়াম আহম্মেদ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তার, সহ সভাপতি সুমাইয়া নদী, সাধারণ সম্পাদক দিবা দাস, সাংগঠনিক সম্পাদক তুলি, করুনা আক্তার খায়রুন, সহ দপ্তর সম্পাদক হিরা, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আছিয়া, সদস্য তামান্না ও পূজা রয়।
অনুষ্ঠান পরিচালনা করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজ বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তার।
উল্লেখ্য, সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাসহ আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্য ২০২৪ সালে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে পাঠাগার করার সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। পাঠাগারে বর্তমানে বিভিন্ন লেখকের ৭০০ বই দিয়েছেন তারা।