ভাষার মাস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বসুন্ধরা শুভসংঘের ভিডিও বক্তব্য প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘ভাষার মাসে আপন ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় ভিডিও পোস্ট চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ জবি পেজ থেকে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ।
জানা গেছে, ভাষার মাসে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজন করছে ‘ভিডিও বক্তব্য’ প্রতিযোগিতা। বাংলা ভাষার প্রসার ও গুরুত্ব তুলে ধরতে উন্মুক্ত এই প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি হলো-
১. প্রতিযোগীরা নাম, বিভাগ ও শিক্ষাবর্ষ উল্লেখ করে ভিডিও শুরু করতে হবে।
২. বাংলা ভাষার প্রসার, সংরক্ষণ ও গুরুত্ব নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে হবে (সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও)।
৩. মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বসুন্ধরা শুভসংঘ, জবি ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/3118438414957455/?ref=share&mibextid=NSMWBT
৪. পোস্টের ক্যাপশনে অবশ্যই #ভাষার_মাসে_আপন_ভাবনা হ্যাশট্যাগটি ব্যবহার এবং পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
৫. প্রতিযোগিতার মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর লাইক ও কমেন্টের ভিত্তিতে এবং বাকি ৮০ নম্বর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, শীর্ষ ৫ জন বিজয়ীদের জন্য পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের জন্য স্বীকৃতি সার্টিফিকেট থাকবে। পোস্ট করার সময়সীমা হচ্ছে আজ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জুনায়েত শেখ বলেন, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে এবং তার প্রচার ও প্রসারে অংশ নিতে এই প্রতিযোগিতায় সবাইকে আহ্বান জানানো হচ্ছে। বাংলা হোক সবার, বাংলা থাকুক সবার প্রাণে।
বিডি প্রতিদিন/মুসা