বাল্যবিয়ের কুফল ও শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে কুড়িগ্রামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় স্কুল শিক্ষর্থীরা বাল্যবিয়ে প্রতিরোধে শপথ পাঠ করেন।
কুড়িগ্রাম জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও স্কাউট ব্যক্তিত্ব একেএম সামিউল হক নান্টু।
আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, সহকারী শিক্ষক খালেদা ইয়াসমিন, জেলা শুভসংঘের সহ সভাপতি শফিকুল ইসলাম শফি, খাদিজা আক্তার পাখি, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি খাদিজা আক্তার পাখি, রোকন বাবু প্রমুখ।
সভায় প্রধান অতিথি সামিউল হক নান্টু বলেন, কুড়িগ্রামে চার শতাধিক চর ও ১৬টি নদ-নদীর কারণে অন্যান্য এলাকার চেয়ে পিছিয়ে আছে। আর্থ সামাজিক কারণে এখানে বাল্যবিয়ের হার বেশি। তাই নারী শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে দশম শ্রেণির স্বর্ণালী রায় বলেন, বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনা অকালে ঝরে যায়। মেয়েদের স্বাস্থ্যগত সমস্যা প্রকট হয়, মাতৃ ও শিশু মৃত্যুর হারও বাড়ে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন।
বিডি প্রতিদিন/মুসা