ময়মনসিংহের তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমানে ইভটিজাররা অনেক বেশি বেপরোয়া। তাদের মনের ভিতরে এখন আর অপরাধবোধের কোন চিহ্নই নেই। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নিতে হবে।
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার উপদেষ্টা কামরুন্নাহার বলেন, 'ইভটিজিং প্রতিরোধে অপরাধীদের প্রতিহত বা প্রতিরোধ করার জন্য অবশ্যই নারীকে রুখে দাঁড়াতে হবে। অভিযোগ করতে হবে। তাছাড়াও নারীর আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।'
সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা সভাপতি আবু সায়েম, সদস্য লামিয়া, রিশাদ, স্বপ্নীল, নিরব, রেদোয়ান, মুক্তা, স্বর্ণাসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/মুসা