গাইবান্ধা তথা সারা দেশের দুস্থ ও অসহায় নারীদের সচ্ছল করার মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। বসুন্ধরা গ্রুপের মানবকল্যাণ ও সেবামূলক কাজগুলো সত্যি অনেক প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপ যেভাবে বাংলাদেশের দরিদ্র এলাকার অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে, তা অনুকরণীয়। এ জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আশা করব, ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি জেনে আবেগাপ্লুত হয়েছি যে এখন পর্যন্ত ২২টি জেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের প্রতিষ্ঠিত স্কুলগুলোতে দারিদ্র্যসীমার নিচে বাস করা পরিবারের শিশুসন্তানরা বিনা মূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে যাঁরা এই স্কুলে পড়াচ্ছেন, তাঁরা মাসে মাসে বেতন পাচ্ছেন। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য যাঁরা কাজ করবেন, শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি তাঁদের পাশে থাকব, ইনশাআল্লাহ। বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।