আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে সমাজ ও দেশ পরিবর্তন হবে। আজ এই অডিটরিয়ামে যে ২০ জন নারী বসে আছেন, তাঁরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করেছেন। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন পেয়েছেন। আপনারা চাইলে নিজেদের এলাকায় এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা আয় করার ব্যবস্থা করতে পারবেন।
আমরা আশা করব এবং বসুন্ধরা শুভসংঘকে অনুরোধ করব, যাঁরা মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদসেলাই মেশিন পেয়েছেন, তাঁদের সার্বক্ষণিক ফলোআপে রাখবেন। আমাদের দেশে একটি কর্মকাণ্ড অনুষ্ঠিত হওয়ার পর ফলোআপে রাখার বিষয়টি অনেকেই মাথায় রাখেন না। আমি প্রত্যাশা করি, তিন মাস পরে হোক, ছয় মাস পরে হোক, নতুন করে এই নারীদের কাপড়ের নানা ডিজাইনের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তাঁরা শিশু ও নারীদের অন্য রকম পোশাক তৈরিতে দক্ষতা অর্জন করবেন। নিজে কাজ করবেন এবং আশপাশের মানুষকে শেখাতে পারবেন।
এ রকম একটি মহতী উদ্যোগ গাইবান্ধা জেলায় গ্রহণ করার জন্য আমি বসুন্ধরা শুভসংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় স্বদেশ তরুণদের হাত ধরে নতুন পথযাত্রা শুরু করেছে। বসুন্ধরা গ্রুপ এই ধারার গতি অব্যাহত রাখতে নিশ্চয়ই আরো বেশি বেশি কাজ করে যাবে।