বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের উত্তর নাগেরপাড়া গ্রামের মোল্লাবাড়িতে ৪০টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, রাজ্জাক মোল্লা, লোকমান মোল্লা প্রমুখ।
নাগেরপাড়া ও বালিকুরি গ্রামের কম্বল নিতে আসা আনোয়ার হোসেন লস্কর, সালমা আক্তার বলেন, বসুন্ধরা শুভসংঘের যারা আমাদের এই গ্রামে যে কম্বল দিতে এসেছে আমরা অনেক খুশি হয়েছি। এর আগে আমাদের এই গ্রামে কম্বল দিতে কেউ আসে নাই। আমরা দোয়া করি আল্লাহ এদের ভালো রাখুক। আর আমাদের গরিবদের খোঁজখবর যেন ভবিষ্যতেও এরা রাখে।
বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে। আসলে বসুন্ধরা শুভসংঘ সব সময়ই শুভ কাজে সবার পাশেই থাকে। এরই ধারাবাহিকতায় নাগের পাড়ার এই প্রত্যন্ত গ্রামে ৪০টি পরিবারের মাঝে আমরা এই শীতের কম্বল বিতরণ করেছি।
তিনি আরও জানান, আপনারা জানেন শহরে শীতের প্রকোপ কিছুটা কম হলেও এই গ্রাম অঞ্চলে এখনো শীতের প্রকোপ রয়েছে। এখানে মানুষের উৎফুল্ল আমরা দেখেছি। এটাই আমাদের সার্থকতা। মূলত আমরা বসুন্ধরা শুভসংঘের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে মনে তৃপ্তি পাই।
এসময় শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল ইমন বলেন, দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সব সময় সবার পাশে থাকে। বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক ও মানবিক সংগঠন। তাই বসুন্ধরা শুভসংঘের সব সদস্য ভালো কাজের মাধ্যমে সবার পাশে থাকতে চান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ