পিঠা ছাড়া শীত অসম্পূর্ণ। পিঠার মিষ্টি স্বাদে সবার মন ভরে উঠে, এটি আমাদের ঐতিহ্যের এক মিষ্টি পরিচয়। এই প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করার উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা পিঠা উৎসবের আয়োজন করে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বাহারি রকমের এই শীতের পিঠা উৎসবের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, পিঠা শুধু রসনা বিলাশের অংশ নয়, এটি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। তাই আমরা সকলে মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কলেজ প্রাঙ্গণে এটা উৎসবের আয়োজন করি।
এদিন চিতই, ভাপা, পুলি, নকশি পিঠাসহ আরো কয়েক ধরনের পিঠার আয়োজন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, অর্থ সম্পাদক সাহিদা খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম রীতু, সমাজ কল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল তাসলিমা, সানজিদা ইসলাম নীলা, জান্নাতুল ফেরদৌস, আখি মনি, তাসনোভা তুশিন, মিথিলা আক্তার, জুলিয়া আক্তার ঝর্ণা, নিঝুম নিশি, নাবিহা নাহসিন, জান্নাতুল মেঘলা, সানজিদা ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল