বাংলাদেশের সীমান্ত এলাকা সাতক্ষীরায় মানবপাচার ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (৩ ফেব্রুয়ারি) শহরের প্রাণকেন্দ্র পলাশপোলে এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখা।
জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন আপহোটস বিডির পরিচালক পলাশ মন্ডল, ফয়সাল আহম্মেদ, ইউনুস আলি, আরাফাত হোসেন, মিনা খাতুন, ফারহানা সম্পা, সাথী, সুমি, সিদ্দিকা পারভীন, মো. তামিউর ইসলাম, সাব্বির, জান্নাতুন নেছা, রাবিব জিদ, তুহিন হোসেন, মোছা. ফারজানা, সুমাইয়া সুলতানা, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, নাজমুস সাকিবসহ শুভসংঘের তরুণ বন্ধুরা।
এসময় বক্তারা জানান, 'সাতক্ষীরা ভারতের খুব নিকটবর্তী হওয়ায় মাদক এখানে সহজলভ্য, এজন্য আমাদের তরুণদের অতিরিক্ত সচেতন থাকতে হবে যাতে আমাদের সমাজে মাদকের মতো কঠিন ব্যাধি সমাজে প্রভাবিত না হতে পারে।' একইসঙ্গে অবৈধ পথে সহজে ভারতে মানব পাচার সম্পর্কেও সচেতন করেন বক্তারা।
বিডি প্রতিদিন/মুসা