একজন নারী শিক্ষিত হলে, উপার্জনক্ষম হলে সেই পরিবারের সন্তানরা সুশিক্ষার আলোতে উদ্ভাসিত হতে পারে। পুরুষের পাশাপাশি স্বাবলম্বী একজন নারী থাকলে দরিদ্র পরিবারগুলোতে অশান্তি ও দুর্ভোগ দূর হয়। তারা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারে। বসুন্ধরা শুভসংঘের বিনা মূল্যের সেলাই প্রশিক্ষণ দুস্থ নারীদের স্বাবলম্বিতার পথে একটি আলোকবর্তিকা হতে পারে।
সারিয়াকান্দি উপজেলায় নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, পাশাপাশি এখানকার নারীরা বেশি বিপর্যস্ত। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের মাধ্যমে এই নারীদের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা সবার থাকে না। বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম নতুন ও আলোকিত বাংলাদেশ গড়ার পথে ইতিবাচক ভূমিকা রাখছে।
দরিদ্র পরিবারের অসচ্ছল নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সারা দেশে খুঁজে খুঁজে দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁরা যাতে সংসারে সচ্ছলতা আনতে পারেন এ জন্য আজকের এই সেলাই মেশিন বিতরণ। তাঁরা কাপড় সেলাই করে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন।
নিজেদের পরিবারে অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন এই নারীরা। দেশব্যাপী সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। এরই অনন্য উদাহরণ প্রশিক্ষণ শেষে নারীদের হাতে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া। শুভ কামনা সবার জন্য।